দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম। খেলা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী মাঠে ঢুকে ঢাবি ক্রিকেট টিমের খেলোয়াড়দের উপর হামলা চালায়। এতে ৫/৬ জন খেলোয়াড় গুরুতর আহত হন।
এই দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক এবং সাধারণ সম্পাদক আরাফাত সাদ এক যৌথ বিবৃতিতে বলেন, এ ধরনের অখেলোয়াড়সুলভ হামলার জন্যে প্রধানত দায়ি খেলার আয়োজক এবং সংশ্লিষ্ট প্রশাসন। যাদের দায়িত্ব ছিলো খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা।
নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, দোকান জ্বালিয়ে দেয়া, হামলার মতো ঘটনা দিন দিন বাড়ছে। বাড়ছে প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের ধারণা ও আঞ্চলিকতার প্রভাব। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজ অভ্যন্তরে অসহিষ্ণুতার মনোভাব বাড়ছে— যা খুবই উদ্বেগজনক।
বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর বিশ্বমনন সৃষ্টির সহায়ক হবে এটাই প্রত্যাশিত। এই বিশ্বমনন একজন শিক্ষার্থীর দৃষ্টিকে প্রসারিত করে, তাকে সহিষ্ণুতা শেখায়। কিন্তু প্রতিষ্ঠানকেন্দ্রিক অন্ধ শ্রেষ্ঠত্বের ধারণা, আঞ্চলিকতা মানুষের মধ্যে সংকীর্ণ মানসিকতা তৈরি করে। এই সংকীর্ণ মানসিকতা মানুষকে বহুধা বিভক্ত করে দেয়, যা গণতান্ত্রিক লড়াইকে ক্ষতিগ্রস্ত করে।