বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে বর্বরতার শিকার রাজধানীর আলহাজ্ব আলহাজ্ব মকবুল হোসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ফরহাদ হোসেন মাঝিকে দেখতে কলেজ অধ্যক্ষসহ ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান।
অধ্যক্ষ আহত শিক্ষার্থীর বর্তমান শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং তার অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অধ্যক্ষ ওই শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি কলেজ প্রশাসনের পক্ষ থেকে উক্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থী মোঃ ফরহাদ হোসেন মাঝি ৪ আগস্ট মিরপুর-১০ নং এলাকায় আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারাত্বকভাবে জখম হয়।
এর আগে অধ্যক্ষ সকালবেলা ডিগ্রি (পাস) ২য় বর্ষের ছাত্র সোহেল মোরলের সাথেও সাক্ষাৎ করেন এবং তার সার্বিক খোঁজখবর নেন।
উল্লেখ্য, এই শিক্ষার্থীও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল। এছাড়াও কলেজ প্রশাসনের পক্ষ থেকে সকল আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া হচ্ছে।