বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের মৃত্যুবার্ষিকী আজ । আবদুল করিম সাহিত্যবিশারদ ১৮৭১ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মুন্সি নুর উদ্দিন মা মিসরীজান। ১১ বছর বয়সে ১৮৮২ খ্রিষ্টাব্দে চাচাতো বোন বদিউন্নিসাকে বিয়ে করেন। সূচক্রদন্ডী গ্রামে শুরু হয় তার প্রাথমিক শিক্ষা।
পটিয়ার ইংলিশ স্কুল থেকে ১৮৯৩ খ্রিষ্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। এফএ পড়ার জন্য চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েও সন্নিপাত রোগের কারণে পরীক্ষা দিতে না পারায় উচ্চশিক্ষার পাঠও চুকে যায়।
আবদুল করিম ছিলেন ব্রিটিশ-ভারত ও পূর্ব পাকিস্তানের একজন সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রহ এবং সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক ব্যক্তিত্ব। তিনি পেশা হিসেবে শিক্ষকতা করেছেন। আমৃত্যু নিরলসভাবে পুঁথি সংগ্রহ করেছেন তিনি। মধ্যযুগীয় মুসলিম সাহিত্যিকদের কর্ম তার আগ্রহের বিষয় ছিলো। এসব পুঁথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। পাশাপাশি হিন্দু কবিদের পুঁথিগুলো রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত রয়েছে।
আজীবন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের পণ্ডিতদের কাছ থেকে ‘সাহিত্যবিশারদ’ উপাধি পেয়েছিলেন আবদুল করিম। নদীয়ার পণ্ডিতসমাজ তাকে ‘সাহিত্যসাগর’ উপাধি দেয়। ১৯৫৩ খ্রিষ্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন এই মহান সাহিত্যসাধক।