সরকারি কর্ম কমিশন (পিএসসি) অনিবার্য কারণে ৪৭তম বিসিএসে অনলাইনে আবেদন স্থগিত করেছে। তবে এই স্থগিতের জন্য চাকরিপ্রার্থীদের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
পিএসসি থেকে জানানো হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এতে ভয়ের কোনো কারণ নেই। চাকরিপ্রার্থীদের ভালোর জন্যই এটি করা হয়েছে। সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও এখনো এর প্রজ্ঞাপন হয়নি। এই প্রজ্ঞাপন হলেই ৪৭তম বিসিএসের আবেদনের কার্যক্রম শুরু হবে। ওই কর্মকর্তা বলেন, এখন আবেদন ফি আছে ৭০০ টাকা।
ফি কমানোর ঘোষণা দিলেও প্রজ্ঞাপন না হওয়ায় পিএসসি ফি কমিয়ে রাখতে পারছে না। আবার বর্তমান ফিতে আবেদন চালু রাখলে পরে টাকা ফেরত দিতে জটিলতা আছে। এ ছাড়া ফি যেহেতু টেলিটক সংগ্রহ করে, তারা ফি কমের প্রজ্ঞাপন ছাড়া কোনো কাজ করতে পারবে না। সব মিলে প্রজ্ঞাপন হলেই আবেদন শুরু করা যাবে। এ নিয়ে ভয়ের কিছু নেই। পরে আবেদনের তারিখ জানানো হবে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে গত সোমবার বলা হয়েছে, ‘৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’