দেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের জন্মদিন আজ। ১৯৪২ খ্রিষ্টাব্দের এই দিনে তিনি জামালপুরের আমলা পাড়ায় জন্মগ্রহণ করেন।
আব্দুল্লাহ আল মামুন ১৯৬৪ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এমএ পাস করেন। এরপর ১৯৬৬ খ্রিষ্টাব্দে তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নির্মাণ ও রচনায় ব্যস্ত হন। এছাড়া তিনি ফিল্ম ও ভিডিও ইউনিটের পরিচালক এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
নাট্য রচনা ও নির্মাণ দুই কাজেই সিদ্ধহস্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘সুবচন নির্বাসনে’, ‘এখন দুঃসময়’, ‘সেনাপতি’, ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’, ‘দ্যাশের মানুষ’, ‘মেরাজ ফকিরের মা’, ‘মেহেরজান আরেকবার’ ইত্যাদি।
চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও আব্দুল্লাহ আল মামুন রেখেছেন অসামান্য মেধার ছোঁয়া। তার নির্মিত ‘সারেং বউ’, ‘সখী তুমি কার’, ‘দুই জীবন’, ‘বিহঙ্গ’, ‘পদ্মাপাড়ের দৌলতী’ প্রভৃতি সিনেমা আজও স্মরণীয় হয়ে আছে।
আবদুল্লাহ আল মামুন কর্মজীবনে অর্জন করেন প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার, বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা।
আব্দুল্লাহ আল মামুন ২০০৮ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।