উচ্চশিক্ষার মানোন্নয়নে পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গঠিত প্রতিনিধি দল টাঙ্গাইলের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় (আর পি সাহা) আকস্মিক পরিদর্শন করেছে।
শনিবার (২ নভেম্বর) প্রতিনিধিদলটি পরিদর্শনে যায়।
বিশ্ববিদ্যালয়টির প্রকৃত চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ইউজিসি গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্ব দেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া এবং একই বিভাগের উপ পরিচালক নাসিমা আক্তার খাতুন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুবিধাগুলো সম্পর্কে ধারণা পেতে কমিটি সদস্যরা বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ ও ল্যাবরেটরি সুবিধা ঘুরে দেখেন।
এ ছাড়াও, কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সরজমিনে পরিদর্শন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা তুলে ধরে কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে। কমিটির প্রতিবেদনের আলোকে কমিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।