দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : দেশের অর্থনীতির স্বার্থে আরবি ভাষাকে মূল ধারার শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন । তিনি বলেছেন, আরবি ভাষা আমাদের বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার একটি দুয়ার উন্মোচন করতে পারে। আমরা যদি আরবি ভাষাকে কাজে লাগাতে পারি তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমরা যে রেমিটেন্স পাই তা আরো বেড়ে যাবে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছাত্রলীগের পক্ষ থেকে তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বাংলাদেশি কিশোর হাফেজ বশির আহমাদকে সংবর্ধনা দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং হাফেজ বশিরের শিক্ষক নেছার আহমেদ।
বিজয়ী হাফেজ বশিরকে অভিনন্দন জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, সাকিব আল হাসান যখন বাংলাদেশের জন্য দাপুটে জয় এনে দেন তখন তিনি বাংলাদেশের গর্বের। একজন নিশাত মজুমদার যখন এভারেস্ট বিজয় করে তখন তিনি আমাদের জন্য গর্বের কারণ।
একটা প্রোগ্রামিং প্রতিযোগিতায়, রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা যখন বিজয়ী হয় আমরা গর্ব অনুভব করি। ঠিক একইভাবে বশির আহমেদ যখন ইরানের হিফজ প্রতিযোগিতায় প্রথম হয় আমিও মনে করি তিনিও বাংলাদেশের ব্রান্ড অ্যাম্বাসেডর, তিনিও বাংলাদেশের শুভেচ্ছা দূত। তিনিও বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন।ছাত্রলীগ সভাপতি আরো বলেন, ছাত্রলীগ মাদরাসা শিক্ষার্থীদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে আগামীতেও তাদের পক্ষে থাকবে। মাদরাসা শিক্ষার্থীরা যেনো আধুনিক শিক্ষা লাভ করতে পারে, কর্মসংস্থার উপযোগী শিক্ষাব্যবস্থা যেন তারা লাভ করতে পারে, তারা যেন প্রযুক্তির সুযোগ সুবিধা পায়, মাদরাসাগুলো যেন পর্যাপ্ত সরকারি-বেসরকারি বরাদ্দ পায়, এবং দেশে-বিদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার অধিগম্যতা আরো বেশি বৃদ্ধি পায় সে জন্য বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও কাজ করবে।