দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : সারা দেশের তাপমাত্রা খুব বেশি না কমলেও গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। সেই সঙ্গে বেড়েছে কুয়াশা। আবহাওয়া অফিস বলছে, এমন ঘনকুয়াশা থাকবে আরো অন্তত দুই দিন।
আজ সকাল ৭টায় রাজধানীর হাতিরঝিল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় সামনের কয়েকগজ দূরের কিছুও দেখতে বেগ পেতে হচ্ছে। নিরাপত্তার জন্য গাড়িও চলছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলছেন, এমন ঘনকুয়াশা থাকবে আরো অন্তত দুদিন। এরপর রাজধানীতে কিছুটা কমলেও নদী অববাহিকায় কুয়াশা অব্যাহত থাকবে আরো কয়েকদিন। তাপমাত্রা কিছুটা কম অনূভুত হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। বাতাস বয়ে যাওয়া আর সূর্যের দেখা না পাওয়ায় কিছুটা ঠান্ডা অনূভুত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমলেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।