গত নভেম্বর মাসে এমপিওভুক্ত হওয়া বিভিন্ন বেসরকারি মাদরাসার ৪ হাজার ৩৯৪ জন শিক্ষক ও কর্মচারী আগামীকাল সোমবার থেকে প্রথম মাসের বেতন-ভাতা তুলতে পারবেন। নতুন শিক্ষকদের বেশিরভাগই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে জানান, নভেম্বর মাসের এমপিওর আবেদন যাচাই বাছাই করে ৪ হাজার ৩৯৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ৪ হাজার ১৭১ জন শিক্ষক-প্রভাষক ও ২৩৩ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী।
বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৫ হাজার ৯৯৭ জন শিক্ষক ও ৩৯ হাজার ৪০৫ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন।
গত বৃহস্পতিবার মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। নভেম্বর মাসের বেতনভাতা বাবদ ৪০৪ কোটি ৩২ লাখ টাকা পাবেন ১ লাখ ৭৫ হাজার ৪০২ জন শিক্ষক-কর্মচারী। আগামীকাল সোমবার থেকে তারা এমপিওর টাকা তুলতে পারবেন।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।