ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টেনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সৌদি প্রো লিগের দল আল নাসের। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে টেনেই থামছে না দলটি। এখন তারা দলে নিতে চায় আরো তারকা ফুটবলারদের। সেই লক্ষ্যেই তারা প্রস্তাব পাঠিয়েছিল ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মডরিচকে। তবে আল নাসেরের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদো ও মদরিচ একসঙ্গে ছয় মৌসুম খেলেছেন। সৌদি আরবের অচেনা পরিবেশে একে অপরের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন তারা, এমনটাই ভাবনা ছিল আল নাসেরের। রোনালদোর সঙ্গে বড় অঙ্কের চুক্তি করা আল নাসের মডরিচকেও দিয়েছিল বড় লোভনীয় প্রস্তাব।
৩৭ বছর বয়সী মডরিচ বর্তমানে রিয়াল মাদ্রিদে দারুণ সময় কাটাচ্ছেন। তাই সামনের মৌসুমে আবারও চুক্তি বাড়াতে চান তিনি। যদিও গুঞ্জন আছে, রিয়াল মৌসুম শেষেই তাকে ছেড়ে দেবে। তবে মডরিচ আপাতত ধৈর্য ধরছেন। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে গোল্ডেন বল জিতেছিলেন মডরিচ। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও দলকে সেমিফাইনালে তোলেন ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
এদিকে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা সার্জিও রামোসকেও দলে নেওয়ার চেষ্টা করছে আল নাসের। ৩৬ বছর বয়সী রামোস এখন পিএসজিতে আছেন। আগামী জুনে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।