আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়োগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দাবি করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত বা ইনডেক্সধারী শিক্ষকরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ নেই। ইনডেক্সধারী শিক্ষকরা বলছেন, আগে নতুন নিয়োগ নিয়ে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকলেও তা স্থগিত রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। সে স্থগিতাদেশ তুলে নিয়ে আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিজ জেলা বা বাড়ির কাছের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়ার সুযোগ চেয়েছেন ইনডেক্সধারী বা এমপিওভুক্ত শিক্ষকরা।
এ দাবিতে মঙ্গলবার দুপুরে রাজধানী ইস্কাটনের সবজীবাগান এলাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেশ কয়েকজন শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।
শিক্ষকরা বলছেন, নিজ জেলা থেকে দূরের প্রতিষ্ঠানে কর্মরত থাকায়ে তারা পরিবারকে সময় দিতে পারছেন না। অনেকের বৃদ্ধ বাবা-মার থেকে দূরে অবস্থান করছেন। ফলে দুশ্চিন্তায় পাঠদানে মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে। স্বল্প বেতনের কারণে বারবার যাতায়াত করাও সম্ভব হচ্ছে না। নিজ জেলা থেকে দূরে আলাদা বাসা নিয়ে বসবাস করতেও বাড়তি খরচ হচ্ছে। তাই তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ চান।
মানববন্ধনে এক শিক্ষক বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি বা নিয়োগ চক্রে ইতোমধ্যে এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেয়েছেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকরা সে সুযোগের আসায় ছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় সে সুযোগ স্থগিত রেখেছে। তাই তারা সে স্থতিগাদেশ প্রত্যাহার ও আলাদা গণবিজ্ঞপ্তি জারি করে শুধুমাত্র এনটিআরসিএর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিলে বহু শিক্ষক সামাজিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।
ইনডেক্সধারী শিক্ষকরা বলছেন, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনদের মতে বেসরকারি শিক্ষকদের বদলি চালু হলে সব শিক্ষক ঢাকায় বদলি হয়ে আসার চেষ্টা করবেন। তবে এ ধারণা ঠিক নয়। বহু শিক্ষক ঢাকা বা বিভাগীয় শহর থেকে ঢাকার বাইরে বদলি হয়ে বা নতুন নিয়োগ নিয়ে যেতে চাচ্ছেন। তাই বদলি বা আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তন করে নিজ জেলায় যেতে চাচ্ছেন।