দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ভারতের প্রাচীন উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। ১০৪ বছর পর প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইমা খাতুন।
ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে বলা হয়েছে, অধ্যাপক নাইমা খাতুন আগামী পাঁচ বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। গত ১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন নাইমা খাতুন। এই বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ খ্রিষ্টাব্দে সেই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০০৬ খ্রিষ্টাব্দে অধ্যাপক হন । এরপর ২০১৪ খ্রিষ্টাব্দে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।
১৮৭৫ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু হয়েছিলো মুহাম্মদান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজের। ১৯২০ খ্রিষ্টাব্দে তা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যাক্ট মেনেই তা তৈরি হয়েছিলো। সে বছর চ্যান্সেলর হিসেবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র মহিলা, যিনি আচার্য পদে ছিলেন। এবার এই বিশ্ববিদ্যালয় পেলো প্রথম নারী উপাচার্য।