আগামী ১৭ আগস্ট থেকে আলিম পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা আয়োজনে কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ড থেকে এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২৬ জুনের মধ্যে কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকতা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে তালিকা পাঠাতে বলা হয়েছে ডিসিদের। আলিমের কেন্দ্র কমিটি গঠনের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের পাঠানো চিঠিটি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
চিঠিতে বোর্ড বলছে, জেলার ও উপজেলার কেন্দ্রগুলো পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে তাদের নামের তালিকা আগামী ২৬ জুনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক ও উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
বোর্ড আরো জানিয়েছে আলিম পরীক্ষা কেন্দ্রের আওতাধীন যে কোন মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। যৌক্তিক কোনো কারণে তিনি এ দায়িত্ব পালনে অপারগ হলে কেন্দ্রের অন্তর্ভুক্ত অন্য কোনো মাদরাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে তত্ত্বাবধায়ক কর্মকর্তা কর্তৃক মনোনীত হবেন। সরকারি মাদরাসার ক্ষেত্রে যেকোনো সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ড আরো জানিয়েছে, মাদারাসা শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত কোনো ব্যক্তি ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারবেন না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।