সচিবালয় এলাকায় রোববার রাতের হামলার ঘটনায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহত ছাত্রদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোমবার বিকেলে তিনি ঢামেকে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদেরও খোঁজ-খবর নেন এবং তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকার গুরুতর আহতদের নিবিড়ভাবে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে বিদেশি দাতারাও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢামেকের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।