বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শরৎকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বারিধারা সংলগ্ন ভাটারা থানাধীন দক্ষিণ-নয়ানগরস্থ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের পিতা-মাতার উদ্দেশ্য ও নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শিক্ষা অর্জন করবে। তিনি শিক্ষার্থীদেরকে গুরুজন ও সহপাঠীদের সম্মান করা এবং ছোটদের স্নেহ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তারিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) নাঈমা আফরিন, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. নাহিদুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী-সহ নবীন শিক্ষার্থী।