নওগাঁর মান্দায় একটি ইউক্যালিপটাস বাগান থেকে আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের আব্দুর রহমানের ইউক্যালিপটাসের বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন উপজেলার তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ও গুডগাড়ী স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে গুডগাড়ী স্কুল ও কলেজ থেকে এবারে এসএসসি পাস করেছে।
স্থানীয়রা দৈনিক শিক্ষাডটকমকে জানান, সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের আব্দুর রহমানের ইউক্যালিপ্টাস বাগানে দুইজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, নিহত দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তাদের ধারনা, পরিবার এ সম্পর্ক না মানায় তারা হয়তো আত্মহত্যার এ পথ বেছে নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, সকালে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাস বাগানে দুইজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। এসময় তাদের পাশে পড়ে থাকা গ্যাস ট্যাবলেট এবং পানির বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।