বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সই,সীল জাল করে মাদ্রসা উন্নয়নের বরাদ্দের পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম অহিদুজ্জামান। তিনি বারইখালী ইউনিয়নের বি এস এস দাখিল মাদরাসার সুপার।
অভিযোগ উঠেছে, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সই-সিল জাল করে মাদরাসা উন্নয়নের বরাদ্দের পুরো টাকা আত্মসাত করেছেন তিনি। তার বিরুদ্ধে ২টি জামে মসজিদসহ একটি মাদরাসার উন্নয়নের অনুদানের মোট ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এদিকে একজন মাদরাসা সুপার হয়েও কিভাবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সই-সিলমোহর জাল করে প্রকল্প বাস্তবায়ন কমিটির রেজুলেশন জমা দিয়েছে সে প্রশ্ন এখন সব মহলে।
মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নে বি এস এস দাখিল মাদরাসাার বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। কিন্তু অভিযোগ উঠেছে, জেলা পরিষদের বরাদ্দের রেজুলেশন বহিতে মাদরাসার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এই মর্মে মাদরাসার সুপার অহিদুজ্জামান অন্য একজনকে সভাপতি বানিয়ে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিয়ে মাদরাসার উন্নয়ন বরাদ্দের টাকা তুলে নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সুপার অহিদুজ্জামান এর সঙ্গে তার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন।
জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনার সত্যতা যাচাই করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত অহিদুজ্জামান এবং এর সঙ্গে সম্পৃক্ত ওই প্রতিষ্ঠানের শিক্ষক তোফাজ্জল হোসেনের বেতন স্থগিত করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তাদের বিরুদ্ধে চাকরি বিধি অনুসারে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।