এমপিও শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন দেয়া কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সভাটি আজ বুধবার বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম সভাপতিত্ব করবেন।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক নোটিশে এ তথ্য জানা গেছে।
নোটিশে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা ইএফটির মাধ্যমে পাঠানো সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভা আগামী ২ অক্টোবর (বুধবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে (কক্ষ নম্বর-১৮১৫, ভবন নম্বর-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) এ সভার আয়োজন করা হয়েছে। সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সাচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ন সচিব, আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের সিনিয়র ফাংশনাল পরামর্শক, শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব, অবসর সুবিধা বোর্ডের উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট, সুবিধা বোর্ডের প্রোগ্রামার, আইবাস ডাবল প্লাসের টেকনিক্যাল স্পেশালিস্ট উপস্থিত থাকবেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।