দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: হাজারো স্বপ্ন নিয়ে ইডেন মহিলা কলেজে ভর্তি হয়েছি ২০১৬ খ্রিষ্টাব্দে। এখানে এসে স্বপ্নগুলো যেনো নতুন মাত্রা পেয়েছে। এই সার্ধশত বর্ষের ইতিহাসে জুড়ে আছে অনেকের নাম। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন অন্যতম। ব্রিটিশবিরোধী আন্দোলনে যিনি চিরস্মরণীয়। ভাষাসৈনিক অধ্যাপক চেমন আরা ছিলেন ইডেন কলেজের কৃতী শিক্ষার্থী। এ ছাড়া সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীও এখানে পড়াশোনা করেছেন।
ইডেন কলেজের গৌরবময় ইতিহাসের পাতায় আরো জুড়ে আছে জনপ্রিয় অভিনেত্রী রওশন জামিল, দিলারা জামান, দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা সুলতানার মতো, অনেকের নাম, যারা প্রতিনিয়ত আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। ইডেন মহিলা কলেজ আমাদের স্বপ্নের জায়গা। এখানে পড়াশোনা করে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি।
ইসরাত জাহান মিশু, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ