দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: অনুদানভুক্ত ১ হাজার ৫০০ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের হালনাগাদ তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে। আগামী ৬ জুনের মধ্যে এসব মাদরাসার তথ্য পাঠাতে হবে। বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সারা দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকদের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত যেসব মাদরাসার হালনাগাদ তথ্য পাঠানো হয়নি কিংবা হালনাগাদ তথ্য সংশোধন প্রয়োজন সেসব মাদরাসার তথ্য উপজেলা নির্বাহী অফিসার অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সরেজমিন পরিদর্শন করে নির্ধারিত ছকের মাধ্যমে ৬ জুনের মধ্যে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।