গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন ফাঁকা আছে ১০৩টি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
একাডেমিক শাখা সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীন ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ৩৭০। এর মধ্যে ২২৬৭ শিক্ষার্থী চুড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে। বর্তমানে ১০৩টি আসন ফাঁকা আছে। যার মধ্যে এ ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ২৫ টি, বি ইউনিট তথা মানবিক বিভাগে ৪৫টি এবং সি ইউনিট তথা বাণিজ্য বিভাগে ৩৩টি আসন ফাঁকা আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটে কোনো আসন ফাঁকা নেই।
একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, ফাঁকা আসনের বিষয়ে পরবর্তীতে গুচ্ছ কমিটি যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আসন পূরণ করা হবে। তবে আমাদের আরো একটি মিটিং আছে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২ নভেম্বর।