কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী এবং তার সহকর্মীর সাক্ষাৎকার নিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। সাক্ষাৎকারের জন্য সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহ্বায়কের কক্ষে অভিযুক্তদের ডাকা হয়।
কক্ষ থেকে বের হয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সাংবাদিকদের বলেছেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা তদন্ত করলেই জানতে পারবেন। তদন্ত কমিটি ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে। কিন্তু কোন ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে প্রশ্ন করলে তিনি বলতে চাননি।
অভিযুক্ত তাবাসসুম বলেন, যা বলার তদন্ত কমিটিকে বলে দিয়েছি। এর বাইরে কিছু বলতে চাই না।
সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রেবা মণ্ডল বলেন, তদন্তে কী পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। কারণ তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটি বাইরে প্রকাশ করার বিধান নেই। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কাজ চলছে, কে অভিযুক্ত সেটি এখন বলতে পারবো না। সিসিটিভি ফুটেজের জন্য হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। অভিযোগের সত্যতা বিষয়ে এখন আমরা বলতে পারবো না।
অভিযুক্তদের সাক্ষাৎকার শুনতে আহ্বায়কের কক্ষে উপস্থিত ছিলেন, কমিটির আহ্বায়ক আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মণ্ডল, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খান।