কথায় আছে ফুল সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। ফুল যদি গাছে থাকে অনেক দিন ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। আর তাই সম্প্রতি ‘ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লেই সিট বাতিল করা হবে’-এমনই আদেশ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ। হল প্রাঙ্গনের ফুল বাগানের বিভিন্ন স্থানে একাধিক প্ল্যাকার্ডে এই সতর্কবার্তা সাঁটানো হয়েছে। প্ল্যাকার্ডে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের স্বাক্ষরও রয়েছে।
এ নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই সিদ্ধান্তকে অনেকেই হাস্যকর ও অযৌক্তিক বলে দাবি করেছেন। আবাসিক শিক্ষার্থীরা জানান, ফুল হলের সৌন্দর্য বৃদ্ধি করছে। ফুল যদি গাছে থাকে তাহলে আমরা অনেক দিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারব। আর ফুল যদি ছিড়ে হাতে নেওয়া হয়, তাহলে সেটা কিছু সময় পরেই সৌন্দর্য হারিয়ে ফেলবে। তাই বলে ফুল ছেঁড়ার জন্য সিট বাতিলের সিদ্ধান্তের বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক। ফুল ছেঁড়া থেকে রক্ষার্থে হল প্রশাসন জরিমানা করে বা ভিন্নভাবে সতর্ক করতে পারতো। তাছাড়া হলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। কারা নিষেধাজ্ঞা না মেনে ফুল ছিঁড়ছে সেটা সহজেই চিহ্নিত করা যায়।
এদিকে বিষয়টি প্রকৃতপক্ষে এমন নয় বরং নিছক সতর্কবার্তা বলে দাবি করেছেন হল কর্তৃপক্ষ।
দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল জানান, সিট বাতিল করা হবে বলা থাকলেও, ব্যাপারটা তেমন নয়। অনেক মেয়েই বিনা কারণে ফুল ছিঁড়ে বাগানের সৌন্দর্যকে নষ্ট করছে। শুধু সচেতনতা সৃষ্টিতে এটি করা হয়েছে।