ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)-এর অধীন বিএড, এমএড ও লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে ১০ মে পর্যন্ত। আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত শনিবার উক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৩০৯ জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৪৭ জন এবং লাইব্রেরি সায়েন্স কোর্সে ৮০ আসনের বিপরীতে ৫৭ জন আবেদন করেন। এর মধ্যে এমএড ও লাইব্রেরি সায়েন্স কোর্সে যথাক্রমে ৪৫ ও ৪৭ জন অংশ নেন। যাদের সকলেই ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। ভর্তির নির্ধারিত ফি অগ্রণী ব্যাংক ইবি শাখায় (হিসাব নং-৬৯৪৭) জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, যারা অংশ নিয়েছিল সবাই পাশ করেছে। লাইব্রেরি সায়েন্স যেটা এখন আলাদা একটা পরীক্ষার আয়োজন করা হয়। যার ফলে শুধু আমাদের এখান থেকে পাশ করলে চাকরি নিশ্চিত এটা আর হবে না। আর এমএড এমনিতেও বাধ্যতামূলক না। যার ফলে এই দুইটাতে আবেদন কম হয়। এদিকে বিএড অনেকটা বাধ্যতামূলক বলা যায়। এটার সাথে বেতন, ইনক্রিমেন্টসহ অনেক কিছু সংশ্লিষ্ট থাকে। যার কারণে অন্য এই কোর্সটারই চাহিদা বেশি।