বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনে ৫১ তম বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলায়’ মিলিত হয়। পরে সেখানে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীসহ নানা সংগঠন।
এসময় পূর্বধারাবাহিকতা অনুযায়ী জিয়া পরিষদের নাম না ডাকায় প্রশাসনের কর্মসূচি প্রত্যাখ্যান করে জিয়া পরিষদ। পরে প্রশাসনের কর্মসূচি শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এ ঘোষনা দেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। তিনি অভিযোগ করে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় আমাদেরকে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে আজ আমাদের নাম ডাকা থেকে বিরত থাকে প্রশাসন।
শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের নাম শুনতে চাই না। তাই শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের (জিয়া পরিষদের) নাম ঘোষণা করার প্রতিবাদ করেছি।
বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সামনে ভিড় থাকায় প্রথমে তাদের নাম ডাকা হয়নি। পরে যখন তাদের নাম ডাকা হয়েছে তখন তারা রাগ করে চলে গেছে। ছাত্রলীগের সঙ্গে এর কোন সংশ্লিষ্টতা নেই।
এদিকে একই দিন সকালে বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের উদ্বোধন করা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেছে শাখা ছাত্রদল।