শ্রেণিকক্ষ সংকট মোচনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষক লাউঞ্জে তালা দিয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ২টার দিকে তালা দেওয়ার এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকটি বিভাগের শ্রেণিকক্ষ সংকট থাকায় শিক্ষার্থীরা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের কক্ষগুলোতে ক্লাস করতেন। নতুন ভবন হওয়ায় তাঁদের নতুন ক্লাসরুম দেওয়া হয়। কিন্তু পরে ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি এবং বায়ো টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ নতুন বরাদ্দ দেওয়া ক্লাসরুম দখল করে নেয়।শ্রেণিকক্ষ সংকট নিরসনের জন্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেও রুম না পেয়ে গতকাল শিক্ষক লাউঞ্জে তালা মেরে দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভাঙতে গিয়ে শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হয়েছে।
এদিকে লাউঞ্জ দখলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রহিম। তিনি বলেন, ‘নাশতা করতে এসে দেখি শিক্ষক লাউঞ্জ তালাবদ্ধ। শিক্ষক লাউঞ্জ বিভাগ দখল করে নেবে কেন? এটা আমার আত্মসম্মানে লেগেছে। বিধায় আমি অনশনে বসি।’
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল রেজা বলেন, তালাটা আসলে ছাত্ররা মেরেছে। এ বিষয়ে আমাদের সংশ্লিষ্টতা নেই।
ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।