ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আরফিন ভূইয়া নামে এক স্কুলছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে। আরফিন উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ওই ইউনিয়নের বড় কুড়িপাইকা জমাদ্দার বাড়ির আল আমিন ভূইয়ার ছেলে।
সোমবার স্কুলে যাওয়ার পথে এ মারধরের ঘটনা ঘটে। আহত আরফিনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরফিনের দাদা ওহিদ ভূইয়া বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, কিছু যুবক প্রায়ই ছাত্রীদেরকে উত্যক্ত করত। গত রোববার সকালে ওই বিদ্যালয়ের এক ছাত্রসহ কয়েকজন ছাত্রীদের উত্যক্ত করলে আরফিন ও তার বন্ধুরা প্রতিবাদ করে। এতে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গেও খারাপ আচরণ করে। সোমবার সকালে আরফিন স্কুলের যাওয়ার পথে ৪-৫ জন যুবক তাকে বেদম মারধর করে। এক পর্যায়ে আশে পাশের লোকজন এগিয়ে এলে ওই যুবকরা চলে যায়।
জানতে চাইলে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজ্জাত হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আরফিন ভূইয়া আমার স্কুলের ছাত্র। বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয়সহ বহিরাগতরা আরফিনকে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় হৃদয়ের সম্পৃক্ততা পাওয়া গেলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।