সবক্ষেত্রে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ইসলামি ছাত্র মজলিস। শুক্রবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।
ছাত্র মজলিসের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে পাঠ্যবইয়ে। চলেছে নানা দুঃশাসন। দেশের রাজনৈতিক ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।
এ সময় দাবি করা হয়, সরকারের পতন হলেও আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয়। তাদের থেকে সাবধান থাকতে হবে।
ছাত্র জনতার আন্দোলনে যে নতুন দিনের সূচনা হয়েছে তা ধরে রেখে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে বলেও জানান ইসলামি ছাত্র মজলিসের নেতারা।