ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবীর, রেজিস্ট্রার মো. রেজাউল হকসহ বিশ্ববিদ্যালয়ের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে, সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ কুরআনে হাফেজদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কুরআন খতম করা হয়। পরে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ। সভায় আরো বক্তব্য রাখেন ট্রেজারার এস এম এহসান কবীর, রেজিস্ট্রার মো. রেজাউল হক ও পিএইচডি জালিয়াতিতে অভিযুক্ত উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক রফিক আল-মামুন।
আয়োজনের শেষাংশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শিশুদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেয়া হয়। পরে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজনের করা হয়।