প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতরের দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করবেন।
বুধবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার সর্বস্তরের মানুষ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি (২২ এপ্রিল) অথবা রোববার (২৩ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।