বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা মানসম্মত ও গুণগত উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। টেকনিক্যাল সেশনে মূল বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম প্রদানে আরও মানসম্মত গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট স্টেশন প্রিপারেশন বিষয়ক কর্মশালা কী ধরনের শিক্ষা প্রদান করা হচ্ছে তার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা প্রকারান্তে উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত, বেগবান ও প্রসারিত করবে।
শাহিনুল আলম বলেন, দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণে বিরাট অবদান রাখবে। এসময় তিনি তার বক্তব্যে আইকিউএসি কর্তৃক নেওয়া সব শিক্ষা কার্যক্রমের সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহেমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. অধ্যাপক মোহাম্মদ সফি উদ্দিন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।