দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : জ্যেষ্ঠ প্রভাষক হয়েছেন বিভিন্ন বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ১৫ জন প্রভাষক। উচ্চতর স্কেল পেয়েছেন কারিগরির ৫৬ জন শিক্ষক কর্মচারী। আর ৬ জন শিক্ষককে বিএড স্কেল দেয়া হয়েছে। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
২০২০ খ্রিষ্টাব্দের শেষে জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের কলেজের প্রভাষকের পদোন্নতি দিতে জ্যেষ্ঠ প্রভাষক পদ সৃষ্টি করা হয়েছে। আগে উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের কলেজের প্রভাষক পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হতে পারতেন। কিন্তু এখন তারা জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাচ্ছেন। এ ১৫ জন কারিগরি শিক্ষক জ্যেষ্ঠ প্রভাষক স্কেল পেলেন। আর ৫৬ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল, ৬ জন শিক্ষককে বিএড স্কেল দেয়া হয়েছে।
জানা গেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও অনুমোদন কমিটির ২৯ তম সভার সিদ্ধান্তের আলোকে তাদের এসব স্কেল দেয়া হয়েছে।
জ্যেষ্ঠ প্রভাষক স্কেল, উচ্চতর স্কেল, বিএড স্কেল ও অধ্যক্ষ স্কেল পাওয়া শিক্ষক-কর্মচারীদের তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।