উচ্চশিক্ষার পাঠ্যবই ও গবেষণা গ্রন্থ নিয়ে বইমেলায় ইউজিসি - দৈনিকশিক্ষা

উচ্চশিক্ষার পাঠ্যবই ও গবেষণা গ্রন্থ নিয়ে বইমেলায় ইউজিসি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

উচ্চশিক্ষাস্তরের বিক্রয়যোগ্য ৭৫টি পাঠ্যপুস্তক, গবেষণা ও অনুবাদ গ্রন্থ নিয়ে অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এছাড়া, বই মেলায় ইউজিসির স্টলে বিভিন্ন সময়ে কমিশন কর্তৃক প্রকাশিত দুই শতাধিক পাঠ্যপুস্তক ও অনুবাদ গ্রন্থ প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ইউজিসি স্টল (৮৭৯-৮৮০) পরিদর্শন করেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এসময় ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ, সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন নতুন প্রজনন্মকে বই কিনতে মেলায় আসার আহ্বান জানান। এ বছর বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ  উদ্বুদ্ধ হয়ে প্রিয়জনকে উপহার হিসেবে বই দেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতি বছর দেশের উচ্চশিক্ষা নিয়ে নতুন বই প্রকাশ করেছে ইউজিসি। উচ্চশিক্ষায় মানসম্মত পুস্তক প্রণয়নে ইউজিসির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। মানসম্মত পুস্তক প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান। 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা তাদের শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করার ক্ষেত্রে কমিশন কর্তৃক প্রকাশিত এসব প্রকাশনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এবারের বইমেলায় ইউজিসি প্রকাশিত উল্লেখযোগ্য বই হচ্ছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশের উচ্চশিক্ষায় অর্জন, ডিপ লার্নিং ফান্ডামেন্টালস, নিউক্লিয়ার পাওয়ার ইন বাংলাদেশ এন্ড বিয়ন্ড, ডিজিটাল লজিক ডিজাইন, টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট নেশানস, সাংগঠনিক আচরণ, স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট ইন সার্চ অব এক্সিলেন্স, ইন্ট্রোডাকশন টু ওপেন চ্যানেল হাইড্রোলিক্স, বিকিরণ পদার্থবিদ্যা, হাজী শরীয়তউল্লাহর ফরায়েজী আন্দোলনের ইতিহাস, মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ ইত্যাদি।

প্রসঙ্গত, ২০০৭ খ্রিষ্টাব্দ থেকে ইউজিসি অমর একুশে বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। ইউজিসির স্টলে বিশ্ববদ্যিালয় পর্যায়ে উপযোগী পাঠ্যপুস্তক ও রেফারেন্স বই এবং অনুবাদগ্রন্থ স্থান পেয়ে থাকে।

প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ - dainik shiksha প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা - dainik shiksha ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ - dainik shiksha বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ - dainik shiksha ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে - dainik shiksha নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে - dainik shiksha আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে please click here to view dainikshiksha website Execution time: 0.0043890476226807