উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র - দৈনিকশিক্ষা

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

দৈনিক শিক্ষাডটকম, জাবি |

যুক্তরাষ্ট্র সবসময় উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানিয়েছেন আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সিলর স্টিফেন ইবেলি। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের (জেইউএইচসি) উদ্যোগে আয়োজিত উচ্চ শিক্ষাবিষয়ক দিনব্যাপী এক সেমিনারে এ কথা জানান তিনি। 

স্টিফেন ইবেলি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয় সংস্কৃতিতেও এগিয়ে। শিক্ষার্থীদের মাঝে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রায় ১৪ লাখ বাংলাদেশি ছাত্র-ছাত্রী যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাদের অনেকে সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব ভালো ফলাফল করে, আবার অনেকে দেশে ফিরে দেশের উন্নয়নে কাজ করে যা উভয় দেশের জন্য অনেক বড় অর্জন। যুক্তরাষ্ট্র সবসময় উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, উচ্চ শিক্ষা বিষয়ে এ ধরনের প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন রকম তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। 

শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষায় অর্থায়নের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র থেকে মাস্টার্স, এমফিল, পিএইচডি সম্পন্ন করে ক্যারিয়ারে উন্নতি করতে পারবে এবং শিক্ষায় আরো বেশি অবদান রাখতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান বলেন, যারা পড়ালেখায় ভালো করতে চায় এবং উচ্চ শিক্ষায় আগ্রহী তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে। অনুষ্ঠান শেষে ক্লাবের সভাপতি মাহামুদুল হাসান বলেন, উচ্চশিক্ষা বিষয়ক সব ধরনের ভীতি দূর করতে ২০১৯ খ্রিষ্টাব্দ থেকে হায়ার স্টাডি ক্লাব কাজ করে যাচ্ছে। 

ক্লাবের মাধ্যমে বাইরের দেশে উচ্চশিক্ষার জন্যে শিক্ষার্থীদের গমনের এক যুগান্তকারী বিপ্লব এসেছে। উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ তথ্য সহায়তা দিতেই দিনব্যাপী আমাদের এ সেমিনার।

অনুষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা এবং শেভেনিং স্কলারশি, আমেরিকাতে উচ্চশিক্ষার গুরুত্ব, ‘আইইএলটিএস’ মাস্টার ক্লাস, ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ, রিসার্চ এবং এই ক্লাবের সঙ্গে সংযুক্ত যারা বাইরে উচ্চশিক্ষার জন্যে গিয়েছেন তাদের পরিচিতি পর্ব রাখা হয়। এছাড়া আইডিপি বাংলাদেশের ‘আইইএলটিএস’ এডমিনিস্ট্রেটর কেএমবি জামান মাস্টার ‘আইইএলটিএস’-এর ওপর সেশন নেন।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের শিক্ষক উপদেষ্টা মেহেদী হাসান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক সাবিকুন নাহারসহ অন্যান্যরা।

তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চতুর্থ বারের মতো বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এতে এডুকেশন ইউএসএ, মার্কিন দূতাবাস, আইডিপি বাংলাদেশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত ছিলো। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে ছিলো কালবেলা ও এন টিভি, এডুকেশন পার্টনার ‘এডুকেশন ইউএসএ’ এবং নলেজ পার্টনার হিসেবে ছিলেন ‘আইডিপি বাংলাদেশ’।

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0086431503295898