উত্তরের জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। শুত্রবার সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মধ্য রাত থেকেই কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। ঘন কুয়াশার কারণে সকাল ৯ টা পর্যন্ত লাইট জ্বালিয়ে সড়ক মহাসড়কে চলতে হচ্ছে যানবাহনগুলোকে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সময় মতো কাজে যোগ দিতে পারছেন না তারা। নানা রোগে আক্রন্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা দিন দিন আরও কমার পাশাপাশি শীতের তীব্রতা বাড়তে শুরু করবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।