দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: ২০২২-২৩ অর্থবছরের বকেয়া উপবৃত্তি বিতরণের লক্ষ্যে শিক্ষার্থীদের ট্রান্সফার গ্রহণ, শ্রেণি হালনাগাদ ও চাহিদা প্রস্তুতের পেন্ডিং কাজ সম্পন্ন করার জন্য হালনাগাদ অপশন উন্মুক্ত করা হয়েছে। ২০ ডিসেম্বরের মধ্যে হালনাগাদের কাজ সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংখ্যক শিক্ষার্থীদের ট্রান্সফার গ্রহণ, শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ এবং চাহিদা প্রস্তুত পেন্ডিং রয়েছে। এমতাবস্থায় মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল ইউজারের জন্য হালনাগাদ অপশন উন্মুক্ত করা হয়েছে। পেন্ডিং কাজ ২০ ডিসেম্বরের মধ্যে হালনাগাদের করতে হবে।
এছাড়াও ট্রান্সফার প্রহণকৃত এবং হালনাগাদকৃত শিক্ষাথীদের ডাটা রিপোর্ট অপশন থেকে শিক্ষার্থীদের বিস্তারিত প্রতিবেদন ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রধান/সহকারী শিক্ষকগণ আবশ্যিকভাবে তার যথার্থতা যাচাই করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।