জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষর জাল ও সিল নকল করার অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষার্থী সজিব আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এর আগে বিকেলে তাঁকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কোতোয়ালি থানা-পুলিশ। একই সঙ্গে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হাসান মাতুব্বর। গত বৃহস্পতিবার তাঁকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
আরও পড়ুন : উপাচার্যের স্বাক্ষর জাল করা শিক্ষার্থী আটক
মামলার অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী সজিব আহমেদ প্রতারণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও উপাচার্যের সিল ও স্বাক্ষর জাল করে গত ২৩ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবরে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে ইসলামিক স্টাডিজ থেকে অন্য সাধারণ বিষয়ে মাইগ্রেশনের জন্য একটি আবেদন বিশ্ববিদ্যালয় আইটি অফিসে জমা দেন। এ ঘটনার বিষয়টি পরবর্তীতে বিশ্ববিদ্যায়ের প্রক্টর ড. মোস্তফা কামাল কোতয়ালি থানা-পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সজিব আহমেদকে হেফাজতে নেন এবং তাঁর কাছ থেকে জাল সিল ও স্বাক্ষর সংবলিত পৃষ্ঠা ও অন্যান্য কাগজপত্র জব্দ করেন।