দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ে গোপনে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে এলাকাবাসী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে চিলমারী-কুড়িগ্রাম কেসি রোড সংলগ্ন বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
মানববন্ধনকারীদের প্রচারিত হ্যান্ডবিল সূত্রে জানা যায়, উপজেলার ওই বিদ্যালয়ে শরীর চর্চা বিষয়ের শিক্ষক ফিরোজ ইমাম আমীন ২০২০ খ্রিষ্টাব্দে সহকারী প্রধান শিক্ষক পদে গোপনে নিয়োগ নেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যাবতীয় কার্যক্রম চালাতে থাকেন। ওই পদে তিন বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক হওয়ার জন্য আবারো গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিষয়টি অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
এ ব্যাপারে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমীন বলেন, আমার ব্যাপারে করা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করেছেন। নিয়ম-বিধিমালা অনুযায়ী বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি তদন্ত করছি। পরে বিস্তারিত জানতে পারবেন।