ঈদের আগে উৎসবভাতা না পাননি নওগাঁর বহু এমপিওভুক্ত শিক্ষক। উৎসব ভাতার টাকা হাতে না পেয়েই ঈদ উৎযাপন করতে হচ্ছে তাদের। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হতে যাচ্ছে।
গত ২০ জুন এমপিওভুক্ত স্কুল-কলেজের উৎসব ভাতা ছাড় হয়। আর মাদরাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক ছাড় হয় ২২ জুন। উত্তোলনের শেষ সময় ২৬ জুন। এদিকে গত সোমবার (২৬ জুন) পর্যন্ত ব্যাংক খোলা ছিলো।
জানতে চাইলে পোরশা উপজেলার গাঙ্গরিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বছরে দুইটি ঈদ আসে আনন্দ নিয়ে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে ঈদ আসে বেদনার বার্তা নিয়ে। আমাদের মাঝে সব সময় না পাওয়ার দুশ্চিন্তা কাজ করে। এই পর্যন্ত কোনো উৎসব ভাতা ঈদের আগে উত্তোলন করতে পারিনি। যদিও অধিদপ্তর আগে চেক ছাড়ে। উত্তোলনে সময়সীমা অনেক বেশি দেয়া থাকে বিধায় ব্যাংক কর্তৃপক্ষ নানা টালবাহানা করে। বলে এমপিও শিট এখনও আসেনি এমপিও শিট আসলেও বলে টাকা আসেনি।
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যথাসময়ে আসে, কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেলায় কেন এতো সময় লাগে?
মহাদেবপুর উপজেলার হাটচকগৌড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহমিনা খানম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা একই শিক্ষাক্রম অনুসারে শিক্ষার্থীদের লেখা পড়া করাই। আমরাও চাই সরকারি শিক্ষকদের মতো উৎসব ভাতা এবং যথা সময়ে চাই বেতন। মূল বেতনের শতভাগ উৎসব ভাতা এবং ঈদের আগেই বেতন প্রাপ্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।