এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র দেড় সপ্তাহ আগে হঠাৎ করেই পেছানোর দাবি করছেন কতিপয় পরীক্ষার্থী। পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছিলেন পরীক্ষার্থীরা। পরে পুলিশের ধাওয়াতে পিছু হটেন পরীক্ষার্থীরা। সোমবার বিকেল সোয়া চারটায় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় অবরোধকারী শিক্ষার্থীরা। এদিকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করতেও দেখা গেছে।
এর আগে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এরপর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন তারা। এসময় এই সড়কে বন্ধ হয়ে যায় যানচলাচল।
শিক্ষার্থীদের দাবি, আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেয়ার হোক। এ সময় আইসিটি পরীক্ষা না নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।
এ রিপোর্ট লিখা পর্যন্ত শাহবাগে যান চলাচল স্বাভাবিক ছিলো এবং শাহবাগ মোড়ে পুলিশদের অবস্থান লক্ষ্য করা গেছে।
শিক্ষার্থীরা চার দফা দাবি হলো, ৫০ মার্কের পরীক্ষা নেয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা নেয়া।