দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম: চট্টগ্রাম বোর্ডের সচিব ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি ফল জালিয়াতির অভিযোগ তদন্তে তদন্ত কমিটির সদস্যরা শিক্ষা বোর্ডে এসেছেন।
সোমবার (৩ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গঠন করা তদন্ত কমিটির সদস্যরা বোর্ডে আসার পর বিভিন্ন স্পর্শকাতর স্থান পরিদর্শন করেন। এরপর কম্পিউটার শাখা, ফলাফল প্রস্তুত কক্ষসহ স্পর্শকাতর জায়গায় দায়িত্ব পালন করা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য গ্রহণ করেন।
ফলাফল জালিয়াতি নিয়ে নানা নাটকীয়তার পর ১৭ এপ্রিল মাউশির মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক আমির হোসেনকে আহ্বায়ক এবং সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক এবং ইএমআইএস সেলের খন্দকার আজিজুর রহমানকে সদস্য করে গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও তদন্তই শুরু হয়নি এত দিনে। অবশেষে গতকাল কমিটির সদস্যরা চট্টগ্রামে আসেন।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, বোর্ডের সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা থেকে আসা তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রামে শিক্ষা বোর্ডে অবস্থান করছেন। তাঁরা বিভিন্ন শাখা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন।
যোগাযোগ করা হলে নারায়ণ চন্দ্র জানান, মাউশি কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যরা তদন্ত কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তাঁকে ডেকেছিলেন।
এদিকে তদন্ত কমিটি গঠনের পর ঘটনার আলামত নষ্ট করতে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ সামনে এসেছে। কম্পিউটার শাখায় দৈনিক ভিত্তিতে কাজ করা আবদুর রহমান নামের একজনের অডিও রেকর্ড থেকে এ তথ্য বেরিয়ে আসে ২৩ এপ্রিল। ধারণকৃত ওই অডিও রেকর্ডে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার ফলাফলে জালিয়াতির তথ্য রয়েছে।