কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা প্রথম দিনে সারাদেশে ২৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী।
রোববার প্রথম দিনে এইচএসসি বিএম-বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২৬ পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি জানায়।
জানা গেছে, আটটি সাধারণ বোর্ডে গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও রোববার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কর্মার্স পরীক্ষা।
এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ৬৭৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এদিন ১ লাখ ৪৬ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা ছিলো। পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪৫ হাজার ১৪৮ জন। অনুপস্থিত ছিলেন ৪৫ জন। এদিন সারাদেশে ২৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আগামী মঙ্গলবার এইচএসসি বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির অফিস ম্যানেজমেন্ট ও একাদশ শ্রেণির অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, ডিপ্লোমা ইন কমার্স দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও একাদশ শ্রেণির অফিস ম্যানেজমেন্ট ও অটোমেশন, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির ট্রেড ১ দ্বিতীয় পত্র ও একাদশ শ্রেণির ট্রেড ১ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।