দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি। এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সর্তকও করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশনার তথ্য জানা যায়। এর আগে গত ৩ এপ্রিল এ সংক্রান্ত চিঠি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
উল্লেখ্য, আগামী ৩০ জুন চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নেয়া এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেয়া থেকে বঞ্চিত করাসহ বিভিন্নভাবে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পেয়েছে ঢাকা বোর্ডসহ খোদ শিক্ষা মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে এবার কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
নির্দেশনায় বলা হয়, টেস্ট পরীক্ষার নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেয়া থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। এ সক্রান্ত কোনো অভিযোগ পেলে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে বোর্ড।
বিষয়টি গুরুত্ব সহকারে মানার নির্দেশ দিয়ে ঢাকা বোর্ড বলেছে, অন্যথায় প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।