এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলে অসন্তুষ্ট হওয়া পরীক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের ফল আগামীকাল (১০ মার্চ) প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।
বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার পুনঃনিরীক্ষার আবেদনের ফল প্রকাশ করা হবে। আমাদের বিধান রয়েছে ফল প্রকাশের ৩০ দিনের ভেতর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করতে হবে। সে অনুযায়ী ১০ মার্চ আমরা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করবো।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শুক্রবার পুনঃনিরীক্ষার আবেদনের ফল প্রকাশ হওয়ার কথা আছে। ফল পুনঃনিরীক্ষার আবেদন করা শিক্ষার্থীরা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল পাবেন।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন ১ লাখ ৯১ হাজার ৪২০ জন পরীক্ষার্থী। তারা ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পেয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছে। প্রতি বিষয়ের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন ফি দিতে হয়েছে ৩০০ টাকা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।