এইচএসসি ও সমমানে কাঙ্ক্ষিত ফল না পেয়ে পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন করা পরীক্ষার্থীদের ফল আগামী ২৬ ডিসেম্বর প্রকাশিত হবে। এদিন সব শিক্ষা বোর্ড এক যোগে খাতা চালেঞ্জের ফল প্রকাশ করবে। গত মঙ্গলবার ঢাকা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছর ঢাকা বোর্ডের ২ লাখ ৭১ হাজারটি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছেন ১ লাখ ৯১ হাজার শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার দৈনিক আমাদের বার্তাকে জানান, আগামী ২৬ ডিসেম্বর খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পরিকল্পনা আছে। আমরা ইতোমধ্যে পুনর্নিরীক্ষণের আবেদন পেয়েছি। ২৬ ডিসেম্বর একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, এইচএসসিতে যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল করতে পারেননি তাদের অনেকেই পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। তবে এ প্রক্রিয়ায় নতুন করে খাতা মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণ করা হয়। আবেদন করা শিক্ষার্থীর খাতায় কোনো প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে প্রাপ্ত নম্বর মোট নম্বরের সঙ্গে যোগ করা হয়নি কী-না তা দেখা হবে। তবে যদি ওই শিক্ষার্থীর খাতায় কোনো একটি প্রশ্ন মূল্যায়ন না হয়ে থাকে শুধু সে ক্ষেত্রে ওই প্রশ্নটি মূল্যায়ন করা হবে।
এর আগে গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৭ নভেম্বর থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলে। এবার মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করেছেন শিক্ষার্থীরা।
এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। তবে প্রতিবছরই খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষা কিছু শিক্ষার্থীর ফলে ইতিবাচক পরিবর্তন আসে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।