দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমন তথ্যই জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সর্তক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায়।
জানা যায়, আগামী ৩০ জুন চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নেয়া এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেয়া থেকে বঞ্চিত করাসহ বিভিন্নভাবে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পেয়েছে ঢাকা বোর্ড। এরই পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসেছে বোর্ড।
বোর্ডের নির্দেশনায় বলা হয়, টেস্ট পরীক্ষার নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেয়া থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।
এ সক্রান্ত কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে বোর্ড।
বিষয়টি গুরুত্ব সহকারে মানার নির্দেশ দিয়ে ঢাকা বোর্ড বলেছে, অন্যথায় প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।