আমতলীতে এইচএসসির ভূগোল ব্যবহারিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। নম্বর কম দেয়ার ভয় দেখিয়ে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. নুরুল আমিন তালুকদার এ টাকা আদায় করেছেন বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা।
জানা গেছে, গত শনিবার ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। সোমবার অনুষ্ঠিত হয় ভূগোল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। ওই পরীক্ষায় ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর আগেই ভূগোল বিষয়ের প্রভাষক মো. নুরুল আমিন তালুকদার কম নম্বর দেয়ার ভয় দেখিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা দাবি করেন।
যদিও এইচএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ব্যবহারিক বিষয়ের ফিসহ পরীক্ষার্থীদের ফরম পুরণ করতে হবে। ওই টাকা থেকে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবহারিক পরীক্ষার খরচ বহন করবেন।
কলেজটির পরীক্ষার্থী নুসরাত জাহান, তিথি, মিতু, সুমিত্রা ও রাবেয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নুরুল ইসলাম স্যারের দাবি করা ৩০০ টাকা করেই দিয়েছি। আমরা কম দিতে চেয়েছিলাম কিন্তু স্যারে রাজি হয়নি।
জানতে চাইলে অভিযুক্ত প্রভাষক মো. নুরুল আমিন তালুকদার অতিরিক্ত টাকা আদায়ের কথা অস্বীকার করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পরীক্ষা কমিটির নির্দেশে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা করে আদায় করেছি।
পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. বাছির উদ্দিন তালুকদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রভাষক মো. নুরুল আমিন তালুকদারকে ব্যবহারিক পরীক্ষা নিতে টাকা আদায় করতে নির্দেশ দেয়া হয়নি।
ভূগোল ব্যবহারিক বিষয়ের পরীক্ষক ও তালতলী সরকারি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান বলেন, বোর্ডের নির্দেশে ব্যবহারিক পরীক্ষা নিতে এসেছি। এ পরীক্ষার ব্যয় বোর্ড বহন করবে। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলে তা অন্যায়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।