স্কটল্যান্ডের ইনভারক্লাইড জেলাকে অনেকে ‘টুইনভারক্লাইড’ বলে থাকেন। ইংরেজিতে টুইন শব্দের অর্থ যমজ। এ জেলায় এত বেশি যমজ শিশু জন্ম নেয়, যার কারণে মজার ছলে জায়গাটির নামই বদলে গেছে। প্রতিবছর এখানে কয়েক জোড়া যমজ শিশু বিদ্যালয়ে ভর্তি হয়। এবার ইনভারক্লাইডে একসঙ্গে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছে ১৭ জোড়া যমজ শিশু। আগামী শুক্রবার তারা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে।
যদিও এটি ২০১৫ খ্রিষ্টাব্দের রেকর্ড ভাঙতে পারেনি। সে বছর ১৯ জোড়া যমজ শিক্ষার্থী ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছিল। সেখানে ২০১৩খ্রিষ্টাব্দে থেকে এ পর্যন্ত ১৪৭ জোড়া যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের সঙ্গে এবার যোগ হচ্ছে ১৭ জোড়া শিশু। তাদের মধ্যে সর্বোচ্চ তিন জোড়া করে যমজ ভর্তি হয়েছে গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুল এবং আর্ডগোয়ান প্রাথমিক স্কুলে। প্রিপারেটরি-প্রথম শ্রেণিতে ভর্তির আগে ইউনিফর্ম রিহার্সালের জন্য সম্প্রতি সেন্ট প্যাট্রিক স্কুলে জড়ো হয়েছিল ১৫ জোড়া যমজ শিশু। সেটা ছিল দেখার মতো এক দৃশ্য।
ইনভারক্লাইড কাউন্সিলের ডেপুটি প্রভোস্ট গ্রায়েম ব্রুকস বলেন, ইনভারক্লাইডের বিদ্যালয়গুলোতে যমজ শিক্ষার্থী ভর্তির ব্যাপারটি এখন একটি বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। এটি অভিভাবকদের কাছেও বেশ মজার ব্যাপার। আগামী সপ্তাহে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। শিক্ষার্থীদের ইউনিফর্মে দ্যুতি ছড়াতে দেখার চেয়ে ভালো দৃশ্য আর হতে পারে!
বিবিসি।