শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত না করে নিজস্ব তহবিল থেকে বেতন দেয়ার শর্তে একাডেমিক স্বীকৃতি পাচ্ছে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের আওতাধীন এসব প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি দেয়ার অনুমতি দিতে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি জানিয়েছে।
রোববার বিষয়টি জানিয়ে বোর্ডগুলোতে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নিম্ন মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি পাচ্ছে, ঢাকা বোর্ডের অধীনে ঢাকার দক্ষিণখানের সামাদ মন্ডল হাইস্কুল, গুলশানের আছমত উল্লাহ আইডিয়াল জুনিয়র স্কুল, পল্লবীর প্যারাডাইজ স্কুল, মিরপুরের মুহাম্মদ আব্দুল লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট, মানিকগঞ্জের ঘিওরের বেগম রূপবান মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইলের ভূঞাপুরের খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরবের হাজী আসমত আলী গার্লস জুনিয়র স্কুল, নারায়ণগঞ্জ সদরের দেলপাড়া লিটল জিনিয়াস নিম্ন মাধ্যমিক স্কুল, নরসিংদী সদরের নওয়াব আলী গাজী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুর সদরের ভাওয়াল আইডিয়াল স্কুল, কফিল উদ্দিন আহমদ স্কুল, জে আই মডার্ন জুনিয়র স্কুল, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল, শরীয়তপুর সদরের আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ও ভেদরগঞ্জের বোরকাটি আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজশাহী বোর্ডের অধীনে সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়ার উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল ও পাবনার সুজানগরের আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
নিম্ন মাধ্যমিকে একাডেমিক স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও আছে, দিনাজপুর বোর্ডের অধীনে দিনাজপুর সদরের সেন্ট যোসেফস্ স্কুল, নীলফামারীর ডোমারের নওদাবস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কুড়িগ্রামের উলিপুরের মাটিয়াল আদর্শ বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গাড্ডিমারী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দিনাজপুরের ঘোড়াঘাটের রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন, লালমনিরহাটের পাটগ্রামের মোমিনপুর বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয় ও ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইসলামিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
আর উচ্চমাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি পাচ্ছে, ঢাকা বোর্ডের অধীনে রাজবাড়ী জেলার কাচারীপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর বোর্ডের অধীনে নীলফামারীর ডিমলা উপজেলার আদাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম তারকনাথ স্কুল অ্যান্ড কলেজ।
মন্ত্রণালয় বলছে, শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করার শর্তে এ প্রতিষ্ঠানগুলো একাডেমিক স্বীকৃতি প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।
একাডেমিক স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।