কলেজের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। তবে প্রথম দিনেই দেশের বেশির ভাগ কলেজে উপস্থিতি খুবই কম বলে জানিয়েছেন অধ্যক্ষরা। তারা বলছেন, অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক লক্ষ করা গেছে। আশ্বস্ত করার পরও রোববারের আগে শিক্ষার্থীদের কলেজে পাঠাবেন না বলে জানিয়েছেন অভিভাবকরা।
দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে এমন প্রতিক্রিয়াই জানিয়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজ শিক্ষকরা।
রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, আমাদের আজ ওরিয়েন্টশন ক্লাস হয়েছে, তবে শিক্ষার্থী কম থাকায় আমরা আবার সময় করে নবীনবরণ অনুষ্ঠানটি করবো। তিনি আরো বলেন, আমাদের ১২২ জন নতুন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬২ জন উপস্থিত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর এক শিক্ষার্থী জানান, দেশের পরিবেশ অস্থিতিশীল হওয়ায় ক্লাসে যাইনি। আশাকরি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
এদিকে ঢাকা উইমেন কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ শিক্ষাপ্রতিষ্ঠানেও উপস্থিতি অনেক কম বলে জানা গেছে।
নওগাঁর নিয়ামতপুর সরকারি ডিগ্রি কলেজেও আজ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মমতাজ হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন, ৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় ৩০ থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন।
এ ছাড়া গত বুধ ও ওরিয়েন্টেশনের দিনে গতকাল বৃহস্পতিবার গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ শিক্ষার্থী কলেজে এসেছিলেন।
অপরদিকে শিক্ষাবিদরা জানিয়েছেন, জরুরি অবস্থা বা অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকলে হবে না। যেকোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।